ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে বিন ইয়ামিন-আরিফ

 বিন ইয়ামিন-আরিফ
বিন ইয়ামিন-আরিফ  © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিন ইয়ামিন মোল্লা। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

শনিবার দুপুর থেকেই নয়া পল্টন অফিসে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে রাত দশটায় ফলাফল ঘোষণা করা হয়। সারাদেশ থেকে আগত সংগঠনটির ২৪০ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।

বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক এবং ডাকসুর সাবেক সহ সভাপতি নুরুল হক নুর বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৩৮ জনকে মনোনীত করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গত কমিটির পাঁচজন সদস্যকে এই কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

৪১ সদস্যের কমিটিতে যারা রয়েছেন-

সভাপতি: বিন ইয়ামিন মোল্লা

সহ সভাপতি: মো: নাজমুল হুদা, তামান্না ফেরদৌস শিখা, ইমরান আল নাজির, প্রিয়ম আহমেদ, শাকিল আহমেদ, মো. শাকিল মিয়া, আশরাফুল হাসান তপু ও তাহমিনা আক্তার।

সাধারণ সম্পাদক: আরিফুল ইসলাম আদিব

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মশিউর রহমান, রবিউল ইসলাম, নাজমুল হাসান, সাব্বির হোসাইন, ফাতেমা তাসনিম ও রুবেল মাহমুদ।

সাংগঠনিক সম্পাদক: মোল্যা রহমতুল্লাহ

সহ-সাংগঠনিক সম্পাদক: সোহেল মৃধা, এরশাদুল ইসলাম, মাজহারুল ইসলাম, নাজমুল করিম রিটু ও মুনতাসির মাহমুদ।

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: রুদ্র মুহাম্মদ জিয়ান

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: এস এস আবিদ শিহাব গালিব

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রাসেল মাহমুদ

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: রহমতুল্লাহ রবিন নেহাল

জনস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক: খোরশেদ আলম

সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক: নাঈমা ইসলাম

ক্রীড়া সম্পাদ: জিহান মাহমুদ

ছাত্রী বিষয়ক সম্পাদক: রোকেয়া জাভেদ মায়া

সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক: তানজিয়া শিশির

আইন বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ শুভ

সমাজসেবা সম্পাদক: আলহাজ্ব আহমেদ জীবন

সহ সমাজসেবা সম্পাদক: নুরুল ইসলাম

অর্থ বিষয়ক সম্পাদক: খান শাহরিয়ার ফয়সাল

সাহিত্য: আফাক আহমেদ

রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র: রেদোয়ান উল্লাহ

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ হিল বাকী

সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: প্রেরণা পারমিতা

দপ্তর সম্পাদক: তরিকুল ইসলাম

সহ-দপ্তর সম্পাদক: সারোয়ার রহমান মুন্না


সর্বশেষ সংবাদ