২৭ আগস্ট ২০২১, ১৪:৪৬

বিশ্ববিদ্যালয় খুললে ছাত্রলীগকে সতর্ক হয়ে মাঠে থাকার নির্দেশ কাদেরের

ওবায়দুল কাদের  © ফাইল ফটো

দীর্ঘদিন পর আগামী ১৭ অক্টোবর থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় খোলার পর নতুন করে অরাজকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগকে ‘ওয়েল ইকুইপড’ হয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে কোটাবিরোধী, নিরাপদ সড়ক আন্দোলনসহ অনেকের অরাজকতা দেখেছি। আগের মত ছাত্রলীগকে সতর্ক হয়ে মাঠে থাকতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে শত্রুকে চিহ্নিত করে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের কবর থাকা নিয়ে সত্য কথা বলেছেন। জিয়াউর রহমানের লাশের ছবি দেখাতে বিএনপির প্রতি আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।