২২ আগস্ট ২০২১, ২০:৩৪

সাইফুলের মুক্তি দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ  © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলামের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। আজ রবিবার (২২ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলের নির্দেশনায় এবং সহ সভাপতি জাহাঙ্গীর আলম জীবন চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাজদুক হোসাইন শ্রাবণ, সহ সাধারণ সম্পাদক সাত্তারুল ইসলাম মিলন, সহ সাধারণ সম্পাদক রাশেদ মৃধা, ছাত্রনেতা শাহীন মাহমুদ, আবু বকর সিদ্দিক, ইমরান হোসাইন রাকিব, আতিকুর রহমান, রায়হান, জহিরুল ইসলাম, মিন্টু প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি গুলশান-১ থেকে তিতুমীর কলেজ অভিমুখে শুরু হয়। পরে কলেজ এলাকায় একটি সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এসময় সমাবেশ থেকে কলেজ শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলামের মুক্তি দাবি করা হয়েছে।

সমাবেশে ছাত্রনেতা জীবন চৌধুরী বলেন, এ সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যারাই দাড়াচ্ছে তাদেরকে তারা দমন করছে। ছাত্রনেতা কাজী সাইফুলকে বিনা ওয়ারেন্টে এ সরকারের এজেন্সি তুলে নিয়ে যায়। সাইফুলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৫নং রোডের ল্যাবএইড হসপিটাল এলাকা থেকে সাইফুলকে তুলে নিয়ে যাওয়া হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে গতকাল ১ দিনের রিমান্ড শেষে তাকে আজ কেরানিগঞ্জ থানায় পাঠানো হয়েছে।