শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ময়মনসিংহে সড়কে প্রতীকী ক্লাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৩:৫৩ PM , আপডেট: ২২ আগস্ট ২০২১, ০৪:১৬ PM
শিক্ষার্থীদের দ্রুত করোনাভাইরাসের টিকা দিয়ে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে সড়কের ওপর প্রতীকী ক্লাসের মাধ্যমে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় টাউন হল মোড় সড়কে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। প্রগতিশীল ছাত্র জোটের নেতারা জানান, প্রতীকী এ ক্লাসে সংগঠনের নেতা-কর্মীরা শিক্ষার্থী হিসেবে অংশ নেন। ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মোতাহার হোসেন এ ক্লাস নেন।
বক্তারা বলেন, অবিলম্বে বিশেষ ব্যবস্থায় সারা দেশের সব শিক্ষার্থীকে টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। এ ছাড়া সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির আন্দোলন আরও জোরালো করা হবে।
প্রতীকী ক্লাস কর্মসূচিতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।