১৬ আগস্ট ২০২১, ২১:৩৯

৩ বছর পর কারামুক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকার

ইসহাক সরকার  © ফাইল ফটো

দীর্ঘ ৩ বছর ২ মাস ২ দিন কারাভোগের পর জামিন পেয়ে কারামুক্ত হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। 

কাশিমপুর কারাগার-২ থেকে আজ সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। পরে ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১৩ মামলায় উচ্চ আদালত থেকে গত ১৯ জুলাই জামিন পেয়ে অবশেষে কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ২০১৮ সালের রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাতে জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।