করোনা প্রতিরোধক বুথ স্থাপন করল হলি ফ্যামিলি ছাত্রলীগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ‘‘করোনা প্রতিরোধক বুথ’’ স্থাপন করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে এই করোনা প্রতিরোধক বুথ।
বুধবার, (৪ আগস্ট) সকাল ১১ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দৌলতুজ্জামান এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খোরশেদ মজুমদার বুথ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মাদ মোর্শেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আনিসুজ্জামান, ডেপুটি ডিরেক্টর ডা. শরীফ মাহমুদ রুমীসহ মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ডাক্তার এবং শিক্ষকবৃন্দ।
উদ্বোধনকালে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্রলীগের সময়োপযোগী এবং ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানান এবং করোনাকালীন ছাত্রলীগের বিভিন্ন ধরণের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তারা এ ধরণের ইতিবাচক কর্মকাণ্ডের ক্ষেত্রে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রতি সব ধরণের সহযোগিতা ও সমর্থন প্রদানের কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের উপস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রিফাত আল হাসান ও সাধারণ সম্পাদক প্রিতম মজুমদারের কাছে এই "করোনা প্রতিরোধক বুথ" হস্তান্তর করেন।