সুদীপ্ত শাহীনকে দায়মুক্তির প্রচেষ্টা, নিন্দা ছাত্র ইউনিয়নের
অধিকাংশ অভিযোগের তদন্ত শেষ না করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাময়িক বরখাস্ত হওয়া প্রধান নিরাপত্তা কর্মকতা সুদীপ্ত শাহীনকে স্বপদে বহাল করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। বৃহস্পতিবার (১৫ জুলাই) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ অর্ণব প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধর এবং সাধারণ সম্পাদক রাকিবুল রনি স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে অতীতে বহু অভিযোগ থাকলেও তা কখনোই আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীকে লাঞ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা নারী দর্শনার্থীকে লাঞ্ছিত করা, বটতলার দোকানদারকে মারধরের মত প্রায় ৩০টি সুনির্দিষ্ট অভিযোগ থাকা স্বত্ত্বেও শাস্তিমুলক ব্যবস্থা না নিয়ে তদন্তের নামে দিনের পর দিন অভিযোগ ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
আরো বলা হয়, ৩টি অভিযোগের প্রেক্ষিতে অধিকতর তদন্ত শেষে তাকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত একই কাজে তাকে উৎসাহিত করবে। ৩০টির অধিক অভিযোগের মধ্যে মাত্র ৩টি অভিযোগের প্রেক্ষিতে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্তে তাকে অন্যান্য গুরুতর অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রচেষ্টা বলে দৃশ্যমান হয়।
তারা সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্পন্ন না করে ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ না দিয়েই তাকে কর্মস্থলে ফেরানো বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।