১৪ জুলাই ২০২১, ১৪:০৭

ফজরের নামাজ পড়ে চিরঘুমে ছাত্রলীগ কর্মী আরমান

আ ন ম আতিক আরমান  © টিডিসি ফটো

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আ ন ম আতিক আরমান (২৫) । প্রতিদিনের ন্যায় আজও (বুধবার) ভোরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে তার মা তাকে ডাকতে গিয়ে দেখেন ছেলে চিরঘুমে চলে গেছেন।

আ ন ম আতিক আরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা কালোয়ার পাড়া এলাকার মাওলানা আবুল কাসেমের পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রাতে ঘুমিয়ে পড়ে আরমান। নিয়মিত ফজরের নামাজ আদায় করতো সে। আজও ভোরে ফজরের নামাজ পড়ে পুনরায় শুয়ে পড়েলে সেখানেই তিনি মারা যান। পরে সকালে নাস্তা করার জন্য তার মা ডাকতে গেলে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, আতিক চট্টগ্রাম কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিলেন। ব্যক্তিগত জীবনে সে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

এদিকে, আরমানের মৃত্যুতে লোহাগাড়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।