'জনপ্রিয়তায় অধিকাংশ মানুষের মনে জায়গা করে নিয়েছেন খালেদা জিয়া'
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্প্রতি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান। তিনি গতকাল সোমবার (৫ জুলাই) তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাসটি পোস্ট করেন। যেখানে তিনি বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার দিক থেকে দেশের অধিকাংশ মানুষের মনে রয়েছেন বলে দাবি করেন।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, 'সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার বয়সও অনেক হয়েছে, একলা হাটতে পারেন না। কারাবন্দী থাকার পরে এখন গৃহবন্দী আছেন।
আর কখনো সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি রাজপথে ফিরতে পারবেন কিনা তা একমাত্র আল্লাহ জানেন।
তবে দোয়া করি, তিনি যেন ফিরে আসতে পারেন।
দেশ ও মানুষের জন্য তার অনবদ্য ভূমিকা ও অবদান আছে। ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পতনে সাহসী ভূমিকা রেখেছেন।
দীর্ঘ নেতৃত্বের জীবনে ভুলভ্রান্তি তারও আছে। কেউ ভুলের উর্ধ্বে নয়। রাজনীতি করতে গেলে, নেতৃত্ব দিতে গেলে ভুল, সমালোচনা খুব স্বাভাবিক। তবে এসব ভুল, সমালোচনা ডিঙিয়ে জনপ্রিয়তার দিক থেকে তিনি এখনো দেশের অধিকাংশ মানুষের মনে জায়গায় করে রেখেছেন।
এমন একজন বায়োজেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে সরকারে বিভিন্ন রাজনৈতিক মহলের কুরুচিপূর্ণ বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। আর সেটা যদি জাতীয় সংসদে হয়, সেটি আর দুঃখজনক ও নিন্দনীয়।
রাজনীতি হতে হবে একে অপরের প্রতি সম্মানের, সহমর্মিতার। আর আমরা যদি সেসব ভুলে যায়, তবে এদেশের খুব বেশি পরিবর্তন হবেনা। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছানো যাবে না।'