২১ জুন ২০২১, ১৭:১৯

৪ দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি ছাত্র ইউনিয়নের

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন  © লোগো

রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ সময় তারা শিক্ষাবৃত্তি, বেতন-ফি মওকুফ এবং বিনামূল্যে টিকা দেয়ার দাবিও জানায়।

আজ (২১ জুন) সোমবার মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে সংগঠনটির চারজনের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে স্মারকলিপি পেশ করতে মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যান।

স্মারকলিপি দিতে যাওয়া চার প্রতিনিধি হলেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সদস্য জিকে সাদিক ও এবি তাহসিন।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো, শিক্ষা সংকট মোকাবিলায় শিক্ষাবৃত্তি প্রদান, সব শিক্ষার্থীকে বিনা মূল্যে টিকাদান এবং করোনাকালে সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফ করা।

সমাবেশে দীপক শীল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য বারবার আশ্বাস দিয়েও যে মন্ত্রী আশ্বাস বাস্তবায়ন করতে পারেন না, সে মন্ত্রীকে শিক্ষামন্ত্রী হিসেবে একটি মুহূর্তের জন্যও আমরা দেখতে চাই না।

অন্যদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠটির সভাপতি ফয়েজ উল্লাহ, গাজীপুর জেলা সংসদের সভাপতি ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য দিদারুল ইসলাম শিশির, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিকে সাদিক।