ময়মনসিংহে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ২৫
চলমান করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ময়মনসিংহ নগরীতে জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। ওই সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই পরিদর্শক ও ছাত্রদলের ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন, ওসি ওপারেশন ওয়াজেদ আলী, পুলিশ সদস্য চাঁন মিয়াসহ কমপক্ষে ২৫ জন।
এদিকে আয়োজক ছাত্রদল সূত্রে জানা যায়, এ ঘটনায় সংঘর্ষের সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান রুমন, বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম লুইম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, দক্ষিণের সাধারণ সম্পাদক রায়হান, উত্তরের সাধারণ সম্পাদক রায়হান শরীফসহ অন্তত ১৫জন আহত হন।
এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউদ্দিন বলেন, ‘নগরীর দক্ষিণ চরকালী বাড়ী দাখিল মাদ্রাসা এলাকায় করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ হামলা করে। এ সময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।বেশ কিছু মোটরসাইকেল জব্দ করা হয়েছে।সেইসাথে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’