জাকিরের গাড়িতে হামলা, জুড়ি উপজেলার ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের গাড়িতে হামলার পর মৌলভীবাজারের জুড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১৪ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আমীরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কাথা জানানো হয়ে।
বিজ্ঞপ্তিতে এর কারণ হিসাবে দলীয় শৃঙখলা পরিপন্থী কার্যকলাপের কথা বলা হয়েছে।
এর আগে রবিবার (১৩ জুন) এসএম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জুড়ি বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছামাত্র যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন হামলার চেষ্টা করেন ছাত্রলীগের কিছু কর্মী।
স্থানীয় জনসাধারণ এবং ছাত্রলীগের অপর অংশের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হলে তারা কেটে পড়েন। এ ঘটনার জন্য জাকির দায়ি করেন বন ও পরিবেশ মন্ত্রীর খালাতো ভাই এবং মৌলভীবাজার যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদকে।