০৬ জুন ২০২১, ১০:৪৬

ফেসবুকে কলা খাওয়ার ছবি পোস্ট, ‘অপমানে’ প্রবাসীর বাবাকে পেটালেন ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ লোগো ও সাহাব উদ্দিন সাবেল  © সংগৃহীত

দুবাইয়ে বসে কলা খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছিলেন প্রবাসী ছেলে নাইম আহমদ। কলা খাওয়ার ছবি ফেসবুকে দেওয়ায় ‘অপমানে’ ক্ষিপ্ত হয়ে নাইমের চা দোকানি বাবা স্বপন মিয়াকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ জুন) রাতের এ ঘটনার বিচার চেয়ে শুক্রবার (৪ জুন) জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বপন মিয়া।

ভুক্তভোগী স্বপন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম জানান, তার প্রবাসী ছেলে নাইম আহমদ কয়েকদিন আগে দুবাইয়ে বসে কলা খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন। পোস্টে তিনি লিখেন- ‘কলা খাচ্ছি, আরাম পাচ্ছি’। এ ছবি দেখে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৩ জুন) রাতে তার স্বামী স্বপন মিয়াকে চা দোকান থেকে জুড়ী নিউ মার্কেটে তুলে নিয়ে যান উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের লোকজন। সেখানে নিয়ে স্বপন মিয়াকে চড়-থাপ্পড় মেরে কান ধরে ওঠবস করানো ও সাবেলের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করে সাবেলসহ তার কর্মীরা। পরে তিনি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি অভিযোগ করেন, এরপর শুক্রবার (৪ জুন) রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় থানায় সালিশ বৈঠকে বসলে সেখানেও ছাত্রলীগ সভাপতি সাবেলসহ তার কর্মীরা বিচার না মেনে দা নিয়ে উল্টো ধাওয়া করেন। এ ঘটনার পর থেকে আমার স্বামী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলার ছবি দেখে ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের ক্ষিপ্ত হওয়ার বিষয়ে মনোয়ারা বেগম জানান, এক সময় সাবেলের বাবা কলা বিক্রি করতেন। তাই তার ছেলে কলার ছবি ফেসবুকে দেওয়ায় অপমান হয়েছে বলে দাবি সাবেলের।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল সংবাদমাধ্যমকে জানান, তিনি প্রতিহিংসার শিকার। তাকে রাজনৈতিকভাবে হেনস্থার জন্য তার বিরুদ্ধে মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে বলৌ দাবি করেন তিনি।

তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।