হাফিজের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি, কাল ঢাবিতে বিক্ষোভ করবে ছাত্রদল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মে ২০২১, ১০:৫৮ PM , আপডেট: ২৩ মে ২০২১, ১০:৫৮ PM
নিখোঁজের ৯ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের গলা কাটা লাশ পাওয়া গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই দাবিতে আগামীকাল সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
লাশ উদ্ধারের পর আজ রবিবার রাতে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানানো হয়েছে। আগামীকাল সোমবার সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হবে।
বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র হাফিজুর রহমানকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এর আগে, এদিন সন্ধ্যায় নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাওয়া গেছে। লাশটি তার বড় ভাই ও বন্ধুরা শনাক্ত করেছেন। হাফিজের ভাইয়ের সাথে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টেরিয়াল টিমও সেখানে আছে।