‘হ্যালো ছাত্রলীগ’— দেশব্যাপী টেলিমেডিসিনসহ ১০ সেবা চালু ছাত্রলীগের

  © লোগো

‘হ্যালো ছাত্রলীগ’ নামে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার উদ্যোগে দেশব্যাপী বিভাগ ভিত্তিক হেল্পলাইন টিম গঠন করে স্বাস্থ্যসেবা চালু হয়েছে। জনসাধারণের টেলিমেডিসিন সেবাসহ ১০ ধরনের সহায়তা দেবে ‘হ্যালো ছাত্রলীগ’।

সংগঠন থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা কর্তৃক গঠিত দেশব্যাপী মেডিকেল নেটওয়ার্কের সেবা পেতে দিনের যে কোন সময় কল করা যাবে। সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার নেতাকর্মীরা সব সময় জনসাধারণের সহায়তায় করবে বলেও জানানো হয়েছে।

‘হ্যালো ছাত্রলীগ’ এর সেবা সমূহ:
১) টেলিমেডিসিন সেবা।
২) দেশের যেকোনো প্রান্তের সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড ও নন-কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা পেতে তথ্য দিয়ে সহায়তা করা।
৩) ঢাকায় রেফার করা রোগীদের ঢাকার টিমের সাথে যোগাযোগ করিয়ে ঢাকার হাসপাতাল সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করা।
৪) কোভিড রোগীদের কোভিড বেড, কোভিড আইসিইউ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করা।
৬) অক্সিজেন সেবা দেওয়া।
৭) মাসব্যাপী ইফতার বিতরণ।
৮) ঢাকা মহানগরীর অভ্যন্তরে গরীব ও অসহায় কোভিড রোগীর জন্য জরুরি ওষুধ সেবা।
৯) দেশের যেকোনো প্রান্তে খাদ্য সহায়তা প্রদান।
১০) বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ পেতে সহায়তা করা।


সর্বশেষ সংবাদ