শাহবাগে ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধন
লকডাউনে শ্রমজীবী মানুষকে রেশন এবং স্বাস্থ্যখাতে প্রণোদনাসহ চার দফা দাবিতে প্রতীকী মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধনের দাবিগুলো হচ্ছে- চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন দেওয়া, স্বাস্থ্যখাতে প্রণোদনা এবং সরকারি তত্ত্বাবধানে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি, শ্রমিক নেতা রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।
এদিকে, চট্টগ্রামের বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে হতাহতের ঘটনায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে।
আজ পৃথক সভা-সমাবেশ ও বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এসব দল ও সংগঠনের নেতারা।
একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার দাবি জানান তারা।