১৮ এপ্রিল ২০২১, ১৫:২২

শাহবাগে ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধন

  © টিডিসি ফটো

লকডাউনে শ্রমজীবী মানুষকে রেশন এবং স্বাস্থ্যখাতে প্রণোদনাসহ চার দফা দাবিতে প্রতীকী মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধনের দাবিগুলো হচ্ছে- চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন দেওয়া, স্বাস্থ্যখাতে প্রণোদনা এবং সরকারি তত্ত্বাবধানে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি, শ্রমিক নেতা রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।

এদিকে, চট্টগ্রামের বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে হতাহতের ঘটনায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে। 

আজ পৃথক সভা-সমাবেশ ও বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এসব দল ও সংগঠনের নেতারা।

একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার দাবি জানান তারা।