১৮ এপ্রিল ২০২১, ২৩:০৬

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নুরুল হক নুর  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হকের নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

আজ রবিবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করা হয়। ধর্মীয় উস্কানির অভিযোগে মামলাটি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ। তিনি জানিয়েছেন, উস্কানিমূলক এবং আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে এনে মামলা করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. ফারুক হাসান বলেন, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এটি তাকে গ্রেফতারের উদ্দেশ্যেই করা হয়েছে।