১৭ এপ্রিল ২০২১, ১৭:১৭

নুরের কথায় এখন আর কেউ গুরুত্ব দেয় না: লেখক

লেখক ভট্টাচার্য ও নুরুল হক নুর  © টিডিসি ফটো

ফেসবুক লাইভে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত মুসলমান না’ মন্তব্যকে দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতির স্বল্প জ্ঞানের পরিচয় বলে উল্লেখ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শুক্রবার একটি জাতীয় দৈনিককে লেখক ভট্টাচার্য বলেন, নুর মানসিক বিকারগ্রস্ততার জায়গা থেকে সব সময় উল্টোপাল্টা কথাবার্তা বলেন। এর দ্বারা তিনি ইতোমধ্যে ছাত্র সমাজের কাছে হাসিরপাত্র হিসেবে উপস্থাপিত হয়েছেন। তার কথায় এখন আর কেউ গুরুত্ব দেয় না।

এর আগে গত বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে ১ ঘণ্টা ১১ মিনিট বক্তব্য দেন নুর। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না।

এ বিষয়ে লেখক বলেন, দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতি সম্পর্কে নুরের বিন্দুমাত্র জ্ঞান নেই। তিনি বলেন, আওয়ামী লীগবিরোধী হিসেবে নিজেকে প্রচার করার জন্য, তিনি এরকম পাগলের প্রলাপ ছড়ান। এসময় তিনি নুরের মানসিক সুস্থতা কামনা করেন।