ছাত্রলীগে হেফাজতের পক্ষে অবস্থান নেয়াদের তালিকা হচ্ছে: লেখক

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  © ফাইল ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমরা সরকারে থাকায় ব্যক্তিস্বার্থ উদ্ধারে অনেক অনুপ্রবেশকারী সংগঠনে জায়গা পেয়েছে। যখন অনুপ্রবেশকারীদের কেউ দলের বা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাকে তখন চিহ্নিত করতে সুবিধা হয়।’

সম্প্রতি সারাদেশের হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সহিংসতার সময় ছাত্রলীগের অনেক নেতা তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে এসব কথা বলেছেন তিনি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্প্রতি যারা সাম্প্রদায়িকতার পক্ষে অবস্থান নিয়েছে এরই মধ্যে আমরা তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছি। আরো বেশ কিছু অভিযোগ আছে আমাদের কাছে। যারা হেফাজতের পক্ষে অবস্থান নিয়েছে, সংগঠন থেকেও পদত্যাগ করেছে কেউ কেউ।’ তাদের তালিকা তৈরি করছেন বলেও জানান লেখক ভট্টাচার্য।


সর্বশেষ সংবাদ