নুরকে খুঁজছে পুলিশ, মামলার প্রস্তুতি

নুরুল হক নুর ও সংঘর্ষের মুহূর্ত
নুরুল হক নুর ও সংঘর্ষের মুহূর্ত  © ফাইল ফটো

রাজধানীর মতিঝিলে পুলিশের সাথে যুব অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনায় মামলা করবে পুলিশ। শুধু তাই নয়, এই বিক্ষোভ কর্মসূচির আহবানকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে খুঁজছে পুলিশ বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে। পুলিশের ওপর হামলার নেতৃত্বে নুর ছিলেন দাবি করে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘তাঁকে খোঁজা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় মোদিবিরোধী বিক্ষোভ মিছিল বের করে যুব অধিকার পরিষদ। মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরে গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে সংগঠনটির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের কিছুক্ষণ পর নুরুল হক নুর ফেসবুক লাইভে এসে জানান, তাদের ৩৮ নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ শুক্রবার বিকেল ৩টায় সমাবেশের ঘোষণা দেন নুর।

তবে রাত সাড়ে ১০টায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খান জানান, আজকের বসেমাবেশটি স্থগিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ