ঢাবিতে মোদিবিরোধী মিছিলে হামলা, আহত ২৩

হামলার পূর্ব মুহূর্ত
হামলার পূর্ব মুহূর্ত  © টিডিসি ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রগতিশীল ছাত্রজোটর মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় সাংবাদিকসহ বাম ছাত্র সংগঠনের প্রায় ২৩ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে মশাল মিছিল বের করে বাম ছাত্র সংগঠনগুলো। এ সময় ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে ছাত্রলীগের মুখোমুখি হয় তারা। সেখানে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ভিসি চত্বরে গিয়ে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। ভিসি চত্বরে মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহস্রাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান করছিলেন।

এ বিষয়ে ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ মিছিল নিয়ে আমাদের উপর হামলা করেছে। হামলায় আমাদের ২০-২৫ জন আহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

হামলার অভিযোগ অস্বীকার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রলীগ কারো উপর হামলা করেনি। রাতে কিছু লোক ফুলার রোড দিয়ে বাঁশ, লাঠি নিয়ে আসছিল। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আবার তারা ফুলার রোড দিয়ে চলে যায়।


সর্বশেষ সংবাদ