২৫ মার্চ ২০২১, ১৫:৩৫

আটককৃতদের মুক্তির দাবিতে কাল সমাবেশ করবে নুর-রাশেদরা

নুর ও রাশেদ  © ফাইল ছবি

আটক নেতাকর্মীদের বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দিলে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) বিক্ষোভ সমাবেশ করবে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। বাংলাদেশপন্থীদের ব্যানারে এই সমাবেশ করা হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এই ঘোষণা দেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর।

তিনি বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ-ছাত্রলীগ যৌথভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। তারা আমাদের উপর গুলি চালিয়েছে। সংঘর্ষে আমিসহ আামাদের ৪৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আমাদের ৩৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নুর আরও বলেন, অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি। যদি আজকের মধ্যে আটককৃতদের মুক্তি দেয়া না হয়, তাহলে আগামীকাল বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ করা হবে।