নুরের গ্রেফতার হওয়ার খবরটি ভুয়া
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতার করার যে খবরটি ছড়ানো হয়েছে সেটি সঠিক নয়। নুরকে গ্রেফতার করা হয়নি। তিনি সুস্থ আছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ফেসবুক লাইভে আসছেন বলে ছাত্র ও যুব অধিকার পরিষদের একাধিক নেতাকর্মী দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নুরকে গ্রেফতার করা হয়নি। তিনি সুস্থ আছেন। কিছুক্ষণের মধ্যেই লাইভে আসবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নুরুল হক নুরকে গ্রেফতারের খবর ছড়ানো হয়। ঢামেক থেকে চিকিৎসাধীন অবস্থায় নুরকে গ্রেফতার করা হয়েছে বলে প্রচার করা হয়।
এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নুরকে হাসপাতালে নিয়েই আসা হয়নি। এখান থেকে তাকে গ্রেফতার করাও হয়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে পুলিশের সাথে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ প্রায় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মতিঝিলের শাপলা চত্ত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নুরুল হক নুরের আহত হওয়ার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ পেছন থেকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। হামলায় নুরসহ আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অনেককে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।
এদিকে নুরুল হক বর্তমানে সুস্থ আছেন বলে ছাত্র ও যুব অধিকার পরিষদের একাধিক নেতাকর্মী দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তারা বলেন, পুলিশের সাথে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের ধোয়ায় নুর আহত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।