২৫ মার্চ ২০২১, ০০:০৫

ছাত্র অধিকার ও প্রগতিশীল ছাত্রজোটের দিকে ইঙ্গিত করে যা বললেন সনজিত

ছাত্রলীগ আয়োজিত ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ছাত্র সমাবেশ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছেন, আইএস, মোসাদ এবং বৈদেশিক কূটনৈতিকদের টাকা দিয়ে ষড়যন্ত্রের লেলিহান শিখা দিয়ে গড়া, যে কয়েকটি তথাকথিত সংগঠন যাদেরকে ছাত্রসংগঠন হিসেবে স্বীকার করে না বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন। সেই তথাকথিত জঙ্গি সংগঠনগুলো কালো পতাকা মিছিল করে। আসলে এই কালো পতাকা তাদের মনের ভেতরে যে স্বাধীনতার অপশক্তি রয়েছে সেটিরই পরিচায়ক।

বুধবার (২৪ মার্চ) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মুজিবের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ছাত্র সমাবেশে এ কথা বলেন তিনি।

ছাত্র অধিকার ও প্রগতিশীল ছাত্রজোটের দিকে ইঙ্গিত করে সনজিত বলেন, ‘আপনারা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন? সেটি রীতিমতো গবেষণার বিষয়। আপনারা স্বাধীনতার অর্থ বোঝেন না, আপনারা বাংলাদেশের অর্থ বোঝেন না, আপনারা বাংলাদেশের সঙ্গে একটি দেশের যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সুসম্পর্ক রয়েছে সেটি বোঝেন না। আপনারা হিংসাতে বিশ্বাসী, আপনারা জঙ্গিবাদে বিশ্বাস করেন, আপনারা ধর্মের নামে উগ্রবাদে বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, আপনারা আসলে নরেন্দ্র মোদি ও ভারতের সমালোচনা করছেন না, আপনারা আসলে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সহায়তা করেছে, পাকিস্তানের পক্ষ নিয়ে আপনারা আসলে তাদের সহায়তা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ও সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক এস এম রিয়াদ হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন, ধর্ম সম্পাদক তুহিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক  মাহবুব খান, ঢাবি বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।