২৩ মার্চ ২০২১, ২২:৩০

মেডিকেল ভর্তি পরীক্ষা যথা সময়ে নেয়া উচিত: নুর

নুরুল হক নুর  © ফাইল ফটো

বৃহত্তর স্বার্থে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা যথা সময়ে নেয়া দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে সম সাময়িক রাজনীতি ও শিক্ষা নিয়ে আয়োজিত দ্যা ডেইলি ক্যাম্পাস ফেসবুক ও ইউটিউব লাইভ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, এর আগে আমরা দেখেছি এইচএসসিতে অটোপাস দেয়া হয়েছে। এই অটোপাসের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যতে দুর্ভোগ পোহাতে হবে। পরীক্ষা না নিলে পরবর্তীতে জটিলতা তৈরি হবে। বৃহত্তর স্বার্থে সব পরীক্ষাই নেয়া উচিত। সিলেবাস কমিয়ে হলেও পরীক্ষা নিয়ে নেয়া উচিত।

তিনি বলেন, মেডিকেলের মতো একটি পাবলিক পরীক্ষা নিয়ে নেয়া উচিত। পরীক্ষা না নিলে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। এছাড়া মেসডিকেলের ভর্তি পরীক্ষার সাথে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনেক পার্থক্য রয়েছে। যারা মেডিকেলের প্রস্তুতি নেন, তারা অন্য জায়গায় খুব কম চান্স পায়। তাই মেডিকেলে ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থীদের খুব একটা সমস্যা হবে না।