২৩ মার্চ ২০২১, ২০:৩৯

মোদির আগমনের প্রতিবাদে ঢাবিতে কাল বিক্ষোভ করবে অধিকার পরিষদ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ  © ফাইল ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ও বাম ছাত্র সংগঠনগুলোর ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ছাত্র অধিকার পরিষদ। বিকাল ৪টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে সম সাময়িক রাজনীতি ও শিক্ষা নিয়ে আয়োজিত দ্যা ডেইলি ক্যাম্পাস ফেসবুক ও ইউটিউব লাইভ অনুষ্ঠানে এ কথা জানান ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর।

নুর বলেন, নিজ দেশে নরেন্দ্র মোদি ‘কসাই’ নামে পরিচিত। ভারতে মুসলিম দাঙ্গার উস্কানিদাতাকে এই দেশে নিয়ে আসার প্রতিবাদ শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদ করছে। আমরা ভারতের এই ‘কসাই’ মোদির আগমন ও বামজোটের ওপর হামলার প্রতিবাদে কাল বিক্ষোভ করব।