১৬ মার্চ ২০২১, ২২:১১

পুলিশ সরকারের ঘুঁটি হিসেবে সংবিধান লঙ্ঘন করছে: নুর

নুরুল হক নুর  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সংবিধান আমাকে প্রতিবাদ করার ক্ষমতা দিচ্ছে। সেখানে একজন পুলিশ কমিশনার কীভাবে ঘোষণা দেন যে মোদির বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহিতা হবে। পুলিশ সরকারের ঘুঁটি হিসেবে সংবিধান লঙ্ঘন করে তারাই দেশদ্রোহিতা করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের সংস্কার নিয়ে জ্যেষ্ঠরা এগিয়ে আসলে তরুণরা সাহসের সঙ্গে লড়াই করবে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নুর আরও বলেন, যারা দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায় তাদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন খুবই ভালো। ইস্যু অনেক আসবে আমরা অনেক আন্দোলন করব। কিন্তু যতক্ষণ এই দানবকে হটানো যাবে না ততক্ষণ মানুষের কোনো অধিকার অর্জিত হবে না।

সভায় আরও বক্তব্য দেন- গণফোরামের সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরাম নেতা ও সংসদ সদস্য মোকাব্বের খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার দিদারুল ইসলাম ভূইয়া প্রমুখ।