ছাত্রদল অছাত্রদের সংগঠন: জয়

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সভায় বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সভায় বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো গঠনতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। শনিবার (১৩ মার্চ) বিকেলে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। কর্মী সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও বক্তৃতা করেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, সংগঠনটির বেশিরভাগ নেতাকর্মী অছাত্র। সব অছাত্র আর বয়স্ক লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ছাত্রদল জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুপ্ত হামলা চালিয়েছে। তাই এদের (ছাত্রদলকে) প্রতিহত করতে হবে।

জয় বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন, তাঁর নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, আমাদের প্রিয় বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এজন্য বাংলাদেশে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের নিয়ে বিশ্বরত্ন শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, তাই বংলাদেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।

প্রায় ছয় বছর পর এদিন সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটি গঠনের উদ্দেশে ২০১৫ সালের ৪ জুলাই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর।

এদিকে গত মঙ্গলবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশেও ছাত্রদল সম্পর্কে একই মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি।

জয় বলেছেন, ছাত্রদল হলো অছাত্র ও গুন্ডাদের সংগঠন। এদের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তাই এদেরকে প্রতিহত করতে হবে। দুদিন আগে এরা যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে, তাতে আবারও স্পষ্ট হয়েছে, এরা গুন্ডা। আজকের পর থেকে ছাত্রদলকে আর কোনো অরাজকতার সুযোগ দেব না।


সর্বশেষ সংবাদ