৪ দাবিতে ছাত্র ইউনিয়নের গণসমাবেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৮:১১ PM , আপডেট: ১৩ মার্চ ২০২১, ০৮:১১ PM
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং মিথ্যা মামলার শিকার ৭ ছাত্র নেতার নিঃশর্ত মুক্তি সহ চার দফা দাবিতে গণসমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। সন্ত্রাসবিরোধী রাজু দিবস আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক মেঘমল্লার বসুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীম উদ্দীন খান, শ্রমিক নেতা মন্টু ঘোষ, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসীন মল্লিক। আনু মুহাম্মদ বলেন, সরকার নিজেই যখন অপরাধী তখন এই ডিজিটাল সিকিউরিটি আইন প্রয়োগ করছে যেমন আইনে বলা আছে কাউকে সাদা পোশাকে তুলে নেয়া যাবে না, হেফাজতে অত্যাচার করা ইত্যাদির বৈধতা দিতেই সরকার এই আইন বলবৎ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমুদ্দিন বলেন, ঔপনিবেশিক আমলে যেমন করে সম্পদ পাচার করা হতো, বর্তমান স্বৈরাচারী সরকারও একই রকম অবৈধ কাজে লিপ্ত। এই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করাই হয়েছে ক্ষমতাসীনদের এসকল অপকর্ম ও গদির নিরাপত্তা রক্ষার্থে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক রাশেদ মাহমুদ, এই আইনে অনেক অস্পষ্ট ধারা রয়েছে যেগুলো ভাবমূর্তি নির্ভর যা জনগণকে শোষণ করতে ব্যবহার করা হচ্ছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন দুই দলের কোন্দলে অতিষ্ঠ হতাম কিন্তু এখন সরকার সরাসরি জনগণকেই অত্যাচার করছে এই আইনের মাধ্যমে।