ভিন্ন এজেন্ডা নিয়ে সম্মেলনের গুজব ছড়ানো হচ্ছে: জয়
ভিন্ন এজেন্ডা নিয়ে একটি শ্রেণী সম্মেলনের গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেছেন, ‘ফেসবুকে ছাত্রীগের সম্মেলনের যে গুজব ছড়িয়েছে, এর কোনো সত্যতা নেই’।
আল নাহিয়ান খান জয় বলেন, দীর্ঘদিন আমরা নেত্রীর সঙ্গে দেখা করতে পারিনি। সময় চেয়ে আজ ২টার পর সুযোগ পেয়েছি। আমরা নেত্রীর সঙ্গে দেখা করে সাংগঠনিক নানা বিষয়ে পরামর্শ ও দিক-নির্দেশনা নিয়েছি। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন জেলা ইউনিটগুলোতে কমিটি করে দিতে। সেখানে যোগ্য নেতৃত্ব তুলে আনতেও বলেছেন তিনি।
তিনি বলেন, পাশাপাশি মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে আমাদের বিভিন্ন কর্মসূচির বিষয়েও পরামর্শ দিয়েছেন। এর বাইরে যারা সম্মেলনের তথ্য প্রচার করছেন; সেটির কোন সত্যতা নেই। এটি গুজব। আজকে যারা এটি প্রচার করছেন, জুন মাসে সম্মেলন না হলে বরং তারা লজ্জিত হবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন সভাপতি-সাধারণ সম্পাদক আল নাহিয়ান জয় ও লেখক ভট্টাচার্য। এরপর থেকে ‘জুন মাসের মধ্যে সম্মেলনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক শেখ হাসিনা’ এমন তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের নির্দেশনা সংক্রান্ত ওই তথ্য ফেসবুকে লেখেন সংগঠনটির নেতা এস এম মামুন, সোহানুর রহমান, ইমদাদ হোসেন সোহাগসহ অনেকে। তারা ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘জুন মাসের মধ্যে সম্মেলনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক শেখ হাসিনা।’
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, গণভবনে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। করোনাকালীন সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেছেন। এছাড়া করোনার কারণে মেয়াদোত্তীর্ণ ইউনিটের কমিটি গঠন থমকে ছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে তিনি সংগঠনকে গতিশীল করতে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।