০১ মার্চ ২০২১, ১৩:০১
প্রগতিশীল ছাত্র জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার আট নেতাকর্মীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ। সোমবার (১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে বিক্ষোভ মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে।
পরে ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলটি দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভ ও ঘেরাও ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসময় নেতাকর্মীরা গ্রেফতারদের মুক্তি দাবি ও কারাগারে লেখক মুস্তাকের মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে মিছিল দেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান।