মুশতাকের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়: ছাত্র ফ্রান্ট

লেখক মোশতাকের মৃত্যুর ঘটনায় ঢাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
লেখক মোশতাকের মৃত্যুর ঘটনায় ঢাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ  © টিডিসি ফটো

গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক থাকা অবস্থায় সাংবাদিক মুশতাকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, করোনার আগে এবং পরে সরকারের নানা অসঙ্গতির সমালোচনা করেছিলেন সাংবাদিক মুশতাক। এটাই তার অপরাধ। এ জন্যই কারাগারে আটকে রেখে তাকে হত্যা করেছে। রাষ্ট্রকেই এ হত্যার দায় নিতে হবে।

ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় বলেন, ‘এটা কোনো সাধারণ মৃত্যু নয়। এটা একটা রাষ্ট্রীয় খুন। এর মাধ্যমে জনগণের মাঝে সরকার একটা ভীতি তৈরী করতে চায়। কিন্তু আমরা সরকারের এই চেষ্টা সফল হতে দেবো না।’

নাসিরউদ্দিন প্রিন্স বলেন, ‘করোনার ১১ মাসে দেশে যে মহা লুটপাট ও দুর্নীতি হয়েছিলো তার বিরুদ্ধে কলম ধরেছিলেন লেখক মুশতাক। এই সরকার এতই অসহিষ্ণু, তার মসনদ এতই দুর্বল যে, এই ন্যূনতম সমালোচনাও সহ্য করতে পারেনি। যেই এ সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে তাকেই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঠেলে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘যে সমাজে কথা বলার মতো কেউ থাকে না, সে সমাজের মেরুদণ্ড ভেঙে যায়। রাষ্ট্রীয়ভাবে মেরুদণ্ড ভাঙার সে আয়োজন চলছে। ছয়বার জামিন আবেদন করেও তিনি জামিন পাননি।’ এসময় তিনি সবাইকে যার যার জায়গা থকে এই রাষ্ট্রীয় হত্যার বিরুদ্ধে রাস্তায় নেমে আসার আহবান জানান।


সর্বশেষ সংবাদ