শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে চাঁদপুরে মানববন্ধন

  © টিডিসি ফটো

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্থগিত পরীক্ষা চালুর দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্র অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সরকারি কলেজ গেইটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান।

তিনি বলেন, ছাত্র সমাজের যৌক্তিক দাবিগুলাে মাননীয় শিক্ষামন্ত্রী বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। অন্যথায়, চাঁদপুর জেলাসহ সারা বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় তিনি গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আক্তারুজ্জামান দিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত বিনতে শরীফ, মামুনুর রশিদ, আরিফুল ইসলাম, পুরান বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকরাম হােসেন, মাে. মানিক, আলম হােসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ