ঢাবি ক্যাম্পাসে পোস্টার সাঁটালো অমর একুশে হল ছাত্রদল

  © টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল শাখা ছাত্রদল উদ্যোগে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতারাও উপস্থিত ছিলেন

জানা গেছে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ‘একুশ মানেই বাক-স্বাধীনতা, একুশ মানেই গণতান্ত্রিক ধারা, একুশ মানেই মাথা নত না করা’ শ্লোগানে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ ও সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাপ্পীর নেতৃত্বে এসব পোস্টার সাঁটানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, যুগ্ম সম্পাদক মারুফ এলাহি রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, আশরাফুল ইসলাম খান অনিক, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকির আহমেদ, রাশেদ আল আমিন শুভ, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ, সাবেক সদস্য আশরাফুজ্জামান সবুজ, মাহবুব আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ