ছাত্র অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান  © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পরে পায়রা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত, ও কাঁটাবন হয়ে শাহবাগে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সংগঠনটির নেতারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, যুগ্ম-আহবায়ক ফারুক হাসান, মশিউর রহমান, সোহরাব হোসেন, মাহফুজুর রহমান খান, আবু হানিফ, শাকিলউজ্জামান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।


সর্বশেষ সংবাদ