বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের বিনামূল্যে কোচিং করাবে ছাত্র ইউনিয়ন
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের বিনামূল্যে কোচিং করাবে ছাত্র ইউনিয়ন। এজন্য ভর্তি সহায়তা কেন্দ্র খুলেছে সংগঠনটি। সংগঠনটির বিভিন্ন জেলা, উপজেলা কার্যালয়ে আগে ধারণ করা বা সরাসরি লাইভের মাধ্যমে ক্লাস নেয়া হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ক্লাস নেবে তারা।
জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নেবেন। এ পর্যন্ত ২০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ পাঠদান কার্যক্রমে যুক্ত থাকার কথা নিশ্চিত করেছেন। ক্লাসে অংশ নেয়ার সুযোগ থাকবে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। এ কর্মসূচিতে ভর্তি কোচিং ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আসন বিন্যাস, বিষয় নির্বাচন যাবতীয় বিষয়ে ভর্তিচ্ছুদের সহযোগিতা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন। তিনি বলেন, ‘‘আমরা লক্ষ্য করেছি যে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গিয়ে প্রতি বছর শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হয়। তাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভর্তি পরীক্ষার প্রস্তুতিসহ নানা বিষয়ে সহযোগিতা করা হবে। তবে অনলাইনে দেশের নিম্নবিত্ত পরিবারের সন্তানদের যুক্ত করা কঠিন, বিশেষ করে যাদের ডিভাইস ও ইন্টারনেট সংকট রয়েছে। তাই আমরা প্রতিটি জেলা, উপজেলা, থানা কার্যালয়ে গিয়ে এসব ক্লাসে যেনো শিক্ষার্থীরা যুক্ত হতে পারে সে চেষ্টা আমাদের থাকবে।’’
তিনি আরও বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে এখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষক প্রয়োজন। তাই এক্ষেত্রে সারাদেশে ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সহযোগিতা করা সম্ভব হবে না। অনলাইনে যেসব ক্লাস হবে সেসবের এক্সেস যেনো নিম্ন আয়ের শিক্ষার্থীদের কাছেও থাকে আমরা সেটাই চেষ্টা করবো।’’
এর আগে সংগঠনটি স্থানীয় ভাবে বিভিন্ন সময়ে বিনামূল্যে পাঠদান কর্মসূচি বাস্তবায়ন করেছিল। এবার অধিক সংখ্যক শিক্ষার্থী যেনো যুক্ত হতে পারে, সেজন্য অনলাইনে কার্যক্রম চালানো হবে। তাছাড়া কভিডের কারণে এ বছর শিক্ষার্থীরা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত আছে৷ এসব বিবেচনায় কেন্দ্রীয় উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।