পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি না মানলে কঠোর আন্দোলন: নুর
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আটক শিক্ষার্থীদে মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। রাজধানীর শাহবাগে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন থেকে ৫ শিক্ষার্থীকে আটকের পর আজ রবিবার সন্ধ্যায় এক ফেসবুক লাইভে নুরুল হক নুর এসব কথা বলেন।
নুর বলেন, দ্রুত সময়ের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। আর যদি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন নিয়ে তালবাহানা করা হয় তাহলে ছাত্রসমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাবে ছাত্র অধিকার পরিষদ।
আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করে নুর বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ৪ দফা দাবি আমরা বিশ্লেষণ করেছি। তাদের সবগুলো দাবি অত্যান্ত প্রাসঙ্গিক। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা বিচার না করে তাদেরকে উল্টো হয়রানিমূলক ট্যাগ দিচ্ছে। তাদের মারধর করে আটক করে রাখা হয়েছে। আজ রাতের মধ্যে বিনা শর্তে আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।
দেখুন: পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান
তিনি বলেন, আমরা শুনেছি, শাহবাগ আন্দোলন থেকে পলিটেকনিকের নারী শিক্ষার্থীদেরও ধরে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এটা অমানবিক কাজ করেছে। এর আগেও আমরা দেখেছি, মেডিকেল শিক্ষার্থীদের ব্যাপারেও পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হয়েছিল। পুলিশের বোঝা উচিৎ, আন্দোলনকারী শিক্ষার্থীরাও কারো ভাই, কারো বোন এবং কারো সন্তান।
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নুর বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ভিপি নুর সব সময় পাশে আছে। আপনারা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবেন। দেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন আপনাদের পাশে আছে। সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, দাবি না মেনে নিলে এবং আকটকৃত শিক্ষার্থীদের মুক্তি না দিলে সবাইকে সাথে নিয়ে আমরা রাজপথে নামবো।