৩০ জানুয়ারি ২০২১, ১৬:১৭

পূর্ণাঙ্গ কমিটির দাবিতে অনশনে ছাত্রদলের পদপ্রত্যাশীরা

ছাত্রদলের নেতাকর্মীদের অণশন  © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সংগঠনটির পদপ্রত্যাশী নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই কর্মসূচি পালিত হয়।

দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাবেন তারা। ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা-কর্মীরা পলিটিক্যাল নিউজকে এই তথ্য জানিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা না হলে ওই দিন বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন পদপ্রত্যাশীরা।

কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের সাবেক নেতা শেখ আল ফয়সাল, মো. ঝলক মিয়া, মুতাছিম বিল্লাহ, মো. ইবরাহিম খলিল ফিরোজ, শাহ আলম, জাকিউল ইসলাম শাহিন, সাইদ আহমদ, জাহাঙ্গীর আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাউদ্দীন সোহেল, আতাউর রহমান বুলেট, মহিউদ্দিন ইকবাল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা মিজান, আশক, মাহমুদুল, ইমাম উদ্দিন, বাংলা কলেজের রফিকুল ইসলাম মীর, তিতুমীর কলেজের, সুমন, মামুন, রেজওয়ানুল, হাবিবুল্লাহ হীরা, ঢাকা মহানগর পূর্ব শাখার সাবেক সহ সভাপতি মারজুক আহমেদ ও জসিম উদ্দিন সরদারসহ আরও অনেকে।

জানা গেছে, দীর্ঘ ২৭ বছর পর ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর তিনমাস পর ওই বছরের ২১ ডিসেম্বর ছাত্রদলের ৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। এরপর থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানিয়ে আসছেন সংগঠনটির পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। দীর্ঘদিন অপেক্ষার পর এই দাবিতে গত ২১ জানুয়ারি ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে ২৫ জানুয়ারির মধ্যে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানানো হয়। একইসঙ্গে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় নিশ্চিত করার দাবি জানানো হয়।