২৬ জানুয়ারি ২০২১, ২০:১৭
এবার সিএমএম আদালতে মামলা করলেন ছাত্রলীগ নেত্রী তন্বী
মারধরের অভিযোগে ছাত্রলীগের দুই নেত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে এবার ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন রোকেয়া হল সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ও হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী।
রবিবার নতুন করে এই মামলা করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগমী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ছাত্রলীগের ওই দুই নেত্রী হলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা। মামলার অন্য আসামিরা হলেন, ছাত্রলীগ নেতা শাহজালাল, এনামুল এবং তানসেন।
এ প্রমঙ্গে ফাল্গুনী দাস তন্বী বলেন, আমি শাহবাগ থানায় অভিযোগ দিয়েছিলাম তারা তদন্ত করে বলেছে কিছুই হয়নি আপনি কোর্টে যান। তারপর আমি প্রমাণসহ সিএমএম কোর্টে মামলা করেছি।