শিক্ষক-শিক্ষার্থীদের আগে টিকা দেয়াসহ ৮ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেয়াসহ ৮ দফা দাবিতে আজ সোমবার (২৫ জানুয়ারি) থেকে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রবিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, করোনা মহামারিকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার ভ্যাকসিন দেওয়াসহ ৮ দফা দাবিতে সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করা হবে।
তাদের দাবিগুলো হলো— বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে দেয়া, আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়া, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ফি মওকুফসহ অ্যাসাইনমেন্টের নামে আদায়কৃত ফি ফেরত দেওয়া।
নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা, সব বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা এবং অগ্রাধিকারভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, দীর্ঘ বন্ধে অনেক শিক্ষার্থী শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে তাদের আবারও শিক্ষা কার্যক্রমে ফেরত আনা সহজসাধ্য হবে না।