ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার দুপুর বারোটায় বিএনপির মানববন্ধনে অংশ নিয়ে  জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাবি ক্যাম্পাসের দোয়েল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।

সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আহ্বান জানায়। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে চার্জ গঠনের তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আহ্বান জানায়।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি মামুন খান, পার্থ দেব মন্ডল, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ মো. ইকবাল হোসেন, আরিফুর রহমান আরিফ, মারুফ এলাহী রনি, প্রমুখ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জহির উদ্দিন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, শাহজাহান শাওন, সজীব মজুমদার, ইজাজুল কবির রুয়েলসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে অবৈধ সরকার ব্যর্থ হয়েছে, তাই মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাই, অন্যথায় তার সমুচিত জবাব জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে দেবে।'


সর্বশেষ সংবাদ