পাহাড়ী অঞ্চলে সেবা দেবে ‘হ্যালো ছাত্রলীগ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ১০:২৩ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২১, ১০:৩৭ PM
বান্দরবানের রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগ। পাহাড়ী অঞ্চলের মানুষের সেবা দেয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। পরে পার্বত্য জেলা পরিষদের নিকট এটি হস্তান্তর হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বক্তারা অনুষ্ঠানে ছাত্রলীগের এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানান। তারা জানান, যেকোনো দুর্যোগে ছাত্রলীগ মানুষের পাশে ছিল এবং আছে। অসহায় রোগীদের জন্য ছাত্রলীগের অ্যাম্বুলেন্স সেবা একটি বিরল ঘটনা।
ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বান্দরবান জেলা ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে এই অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে। আগামীতে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে বান্দরবান থেকে কম খরচে দেশের যেকোন প্রান্তে উন্নত চিকিৎসা করতে রোগীরা এটি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. কাউছার সোহাগ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের সোনালী অর্জনে আরেকটা মাইলফলক যুক্ত করল বান্দরবান জেলা ছাত্রলীগ। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য জরুরী সেবা দিতেই ‘হ্যালো ছাত্রলীগ’ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে।