ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি-এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।
যদিও বর্তমান সময়ে আন্দোলন-সংগ্রামে সংগঠনটির সে ধরনের ভূমিকা দৃশ্যমান নয়। করোনাভাইরাসের কারণে এবার দলটি বড় ধরনের কোনো আয়োজনও করেনি। তবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানা গেছে। এছাড়া সীমিত পরিসরে কেক কাটার আয়োজন থাকছে।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এদিকে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা ও আবাসিক হলগুলোতে দলীয় পোস্টার সাঁটায় ছাত্রদল। তবে পরে পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা পোস্টার ছিঁড়েছেন। অবশ্য ছাত্রলীগ সে অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল শাখার নেতাদের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে পোস্টার সাঁটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সে মোতাবেক টিএসসিতে পোস্টারিং করার কাজ শুরু হয়।
এরপর গত রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, স্যার এ এফ রহমান হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল, কবি জসীমউদদীন হল, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলে পোস্টার সাঁটান ছাত্রদলের নেতা-কর্মীরা।