এবার অফলাইনে গণ অনুদান কার্যক্রম উদ্বোধন নুর-রাশেদদের
গণ অনুদানের বক্স উদ্বোধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার, যুব অধিকার এবং শ্রমিক অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন সংগঠনটির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বক্স স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার রাতে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদ খান বলেন, আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। সংগঠনটির প্রতিষ্ঠার শুরু থেকে আমরা দেশের মানুষের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি। পদে পদে আমরা যেসব বাধার সম্মুখীন হচ্ছি- দেশের মানুষই আমাদের সেসব সমস্যা সমাধানে সহায়তা করছেন।
তিনি বলেন, এর আগেও আমরা গণ অনুদান আহবান করেছিলাম। সেসময় বিকাশ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে সেটির প্রক্রিয়া ছিল। সেখানে আমরা মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি সেটা অভাবনীয়। কিন্তু আমাদের প্রতি দেশের মানুষের এ ভালোবাসা সরকার সহ্য করতে পারেনি। চক্রান্ত করে তারা আমাদের ব্যাংক-বিকাশ একাউন্ট বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রীয় কার্যলয়ে স্থাপন করা নতুন গণ অনুদানের বক্স উদ্বোধন নিয়ে রাশেদ বলেন, দেশের মানুষ আমাদেরকে অতীতে যেভাবে সমর্থন করে পাশে ছিল, আমরা আশা করি এবারেও তারা আমাদের পাশে থাকবে। যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে অনুদান দিতে চায় তারা আমাদের পল্টন কেন্দ্রীয় অফিস জামান টাওয়ারের লিফটের ১৩ তলায় এসে অনুদান দিতে পারবে।
এর আগে গত ১৬ অক্টোবর নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণ অনুদান চেয়ে লিফলেট প্রকাশ করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সে আহবানে প্রথম নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছিল বলে সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।