০৬ ডিসেম্বর ২০২০, ১৩:০৯

রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর নতুন কমিটি

ওহিদুর রহমান (ওহি) ও আরাফাত এইচ মারুফ  © টিডিসি ফটো

ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ওহিদুর রহমান (ওহি), সাধারণ সম্পাদক হিসেবে আরাফাত এইচ মারুফ নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু তাদের নাম ঘোষণা করেন।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সদ্য বিদায়ী সভাপতি এএইচএম জুয়েল খান। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক সম্রাট রায়হান।

অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, সিরাজুর রহমান খান, আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান টুকু, মহানগর সদস্য মতিউর রহমান মতি, অসিত পাল, শামীম ইমতিয়াজ, আলমগীর হোসেন, বিমান চক্রবর্তী প্রমুখ।