বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেপ্তার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

ছাত্রলীগের বিক্ষোভ
ছাত্রলীগের বিক্ষোভ  © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেপ্তার দাবি বিক্ষোভ শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু এভিনিউর সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা এসময় বিক্ষেভ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ কর্মসূচিতে লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

এর আগে গত শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের আধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

বিষয়টি নিয়ে আজ শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে এরইমধ্যে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।


সর্বশেষ সংবাদ