০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৬

টাইফয়েডে আক্রান্ত আখতার হোসেন, শয্যাশায়ী ৩০ দিন

আখতার হোসেন  © ফাইল ফটো

টাইফয়েডে আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা করালে তার টাইফয়েড শনাক্ত হয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে আখতারের টাইফয়েড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান।

ফারুক বলেন, গত একমাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আখতার। তিনদিন আগে ঢাকায় এসে পরীক্ষা-নিরীক্ষা করালে তার টাইফয়েড হয়েছে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে আখতার রংপুরে নিজ বাড়িতে বিশ্রামে আছেন আমাদের এই সহযোদ্ধা।

প্রসঙ্গত, ডাকসুর সাবেক এ সমাজসেবা সম্পাদক গত প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে সম্প্রতি তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও তিনি রংপুরে চলে যান।