বিদ্যালয়ে জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

  © টিডিসি ফটো

পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তনের প্রতিবাদে এবং জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু ও সহ-সাধারণ সম্পাদক রিয়ান জোয়ার্দার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোকলেস, তারেক হোসেন তপু, মাসুদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক আবু তালহা, সবুজ, সাইফুল ইসলাম, মো: রাজন, সাব্বির, মো: ফয়সাল,আাতিকুর ইসলাম, মো: মামুন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়' প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। কিছুদিন আগে বিদ্যালয়টির নাম বদলে করা হয় 'মোগলটুলী উচ্চ বিদ্যালয়'।