বিদ্যালয়ে জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
‘অবৈধভাবে’ পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করার প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী আবাসিক এলাকার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন, যুগ্ম আহবায়ক এইচ এম আবু জাফর, মো. হাসানুর রহমান, বায়োজিদ হোসাইন, আহবায়ক সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, গোলাম কিবরিয়া, ফারহান মো: আরিফুর রহমান, দ্বীন ইসলাম, হাজী মো: মুহসিন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, স্যার এ এফ রহমান হলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন মীর, রাকিবুল হাসান, এসএম হলের যুগ্ম আহবায়ক আফসার উদ্দিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সূর্যসেন হলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
জানা গেছে, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। একই বছর ২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। তবে কিছুদিন আগে স্কুলটির নাম বদলে করা হয় ‘মোগলটুলী উচ্চ বিদ্যালয়’।